ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ড.মো.শাহজাহান আলম সাজু।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাতে দুই সহকারি রিটার্নিং অফিসার (সরাইল ও আশুগঞ্জের ইউএনও) কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে আ.লীগের প্রার্থী ২৮ হাজার ৫৬৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম।দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৩৩টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে।

এতে নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬, হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।

এছাড়াও লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৪২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো: জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট।নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৮ হাজার ৫১৪ টি।এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোটের পরিবেশ সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিলো।

এদিকে এই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দ্বিতীয়বারের মতো উপ-নির্বাচন’সহ মোট তিনবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।

বার্তাবাজার/এম আই