সিরাজগঞ্জে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৪ বছরের উন্নয়ন” শীর্ষক এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৫ নভেম্বর (রবিবার)। বিকাল ৪টায় সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের অন্তর্গত বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রায় ৮০০ মহিলা অংশগ্রহণ করে।

সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় ‘উন্নয়ন প্রচারনা টিম’ এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার শিল্প অঞ্চল তৈরি করেনি, সমাজসেবা ভাতাভোগীদের কোনো সুযোগ সুবিধা দেয়নি, আর শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে শিল্প পার্ক হয়, অর্থনৈতিক অঞ্চল হয়। শেখ হাসিনার সরকার নারীদের বিভিন্ন প্রকারের ভাতা সুবিধা বৃদ্ধি করেছে”। তিনি, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুমানা রেশমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা, পৌর যুব মহিলা লীগের সভাপতি নাছিমা বেগম, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান মুন্সি, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিজ, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী শামীম, পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং পৌর আওয়ামী লীগের সদস্য সাগর চৌধুরী পল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল।

বার্তাবাজার/এম আই