“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাতেও নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি কর্মকর্তা মোছাঃ সুমি খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, সেলিম রেজা সেলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় এ বিশেষ অবদান রাখায় ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

বার্তাবাজার/ইউ.আ