“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে উখিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাহমুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায়ীদেরকে আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

আলোচনা শেষে ২০২২ সালের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমবায় সমিতি ও সোনারপাড়া বাজার বহুমুখী কল্যাণ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।

বার্তাবাজার/এম আই