কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মনজুর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন আবু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখর, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তার আহমেদ শেখ, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ ইব্রাহিম, সালাহ উদ্দিন, মহি উদ্দিন জয়, মোর্শেদ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভী জাফর আলম।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বার্তাবাজার/এম আই