জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাল্যকাল থেকে রাজনৈতিক ক্যারিয়ারের সঠিক ইতিহাস জানতে সবাইকে ‘মুজিব একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি সহস্রাধিক মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ওয়াপদা মোড়স্থ অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সের ডায়মন্ড সিনেপ্লেক্সের রূপালী পর্দায় গত সোমবার থেকে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীদের এ চলচ্চিত্রটি দেখাচ্ছেন কাজী সিরাজ। সিনেমা দেখতে টিকিটের যাবতীয় খরচ বহন করছেন তিনি।
আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম জানান, ‘মুজিব সিনেমায় অতি সুনিপুণভাবে জাতির পিতার আত্মজীবনী, দেশপ্রেম ও আদর্শ ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ একসাথে সিনেমাটি দেখেছি। সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম আমাদের সবাইকে সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছেন।’
বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান মৃধা রুকু জানান, ‘একজন মুজিব কিভাবে জাতির পিতা হয়েছে বিষয়গুলো আমরা যতটুকু জানি আমাদের পরবর্তী প্রজন্ম অনেককিছুই জানে না। তাদের জানার জন্য আমাদের সাবেক এমপি মহোদয় সিনেমাটি দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। এই সিনেমা দেখার যাবতীয় ব্যয় তিনি বহন করেছেন।’
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের ভাতিজা ও তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল বলেন, ‘বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস, জাতির পিতার জীবনী এবং আত্মত্যাগের স্বর্ণখচিত ইতিহাস জানানোর জন্য আমার চাচা সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম সবাইকে মুজিব সিনেমা দেখানোর উদ্যোগ গ্রহণ করেছেন। গত সোমবার থেকে শুরু হওয়া সিনেমাটি বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষকে এই সিনেমাটি দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।’