কক্সবাজারের উখিয়ায় সরকারি জমি জবর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখল মুক্ত করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২ নভেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, রেঞ্জের দৌছড়ি বিটের আওতাধীন খয়রাতিপাড়া এলাকায় ১৪-১৫ সনের বাগানে বনবিভাগের জমি জবর দখল করে দু’টি টিনের ঘর নির্মাণ করেছিলো স্থানীয় কিছু ভূমিদস্যু।

পরে দখল ঠেকাতে বৃহস্পতিবার সকালে দৌছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, ওয়ালাপালং বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ দোছড়ি বিটের সিপিজি, বাগান পাহাড়া দলের সদস্যরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে প্রায় ১৫ শতাংশ জায়গা দখল মুক্ত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/জে আই