দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, আলফাডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও পৌর প্যানেল মেয়র ইউসুফ হোসেন প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বার্তা বাজার’কে জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পরিষদ, পৌরসভা, সরকারি দপ্তরসমূহ ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ডেঙ্গু প্রবণ এলাকা ও  শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ডেঙ্গু লাভা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এসময় তিনি নিজ নিজ বাসাবাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা করে এ অভিযানে সবাইকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানান।
বার্তা বাজার/জে আই