কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার, শশীধরপুর, সাতার পাড়া, দাস পাড়া ও কল্যানপুর বটতলা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৩০ জনকে আটক করে পুলিশ।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে আজ বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, শ্রী শ্যামল কুমার দাস (৪০), আঃ জলিল (৫০), মোঃ হাসিবুল (৩২), মমিন খান (৫২), শ্রী কুমার দাস (৪০), শ্রী বাবলু দাস (৪৫), ঠান্ডু (৪০), জিয়ারুল (৪০), দেলোয়ার (৩৮), শ্রী সনত দাস (৩২), খেড়ু (৪০), মুজিবুর রহমান (৩৫), আনছার (৩৯), রবিউল ইসলাম (৩০), হেলাল হোসেন (৪০), মহসিন মালিথা (৩৫), রতন মালিথা (৩৭), শফি মন্ডল (৩৮), মোশারফ হোসেন (৬৫), আহসিন হোসেন (৩২), কামরুজ্জামান (৪২), বাবুল হোসেন (৪৫), নাইচ হোসেন (২৬), নান্টু হোসেন (২৫), বিল্লাহ হোসেন (৪৩), জাহিদুল ইসলাম (৪০), সবুজ আহমেদ (৩১), আশরাফুল ইসলাম(৩২), শিপন(২০), আব্দুল গফফার(৩৪)।
বার্তা বাজার/জে আই