ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করে ‘টিম পজিটিভ বাংলাদেশ’ সংগঠনটির জেলা শাখা।

ক্যাম্পেইনে দেড় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা, ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় সংগঠনটির জেলা শাখার স্বেচ্ছাসেবী অফটন্স মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরাব হোসেন, বিশিষ্ট সমাজসেবক জাহিদুল হক মোল্যা, স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল ফকির, সংগঠনটির উপজেলা শাখার স্বেচ্ছাসেবী রাফি ইসলাম রাজ প্রমুখ।

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু’র সাবেক জিএস গোলাম রাব্বানী সমাজসেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠা করেন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।

বার্তা বাজার/জে আই