লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীসহ অবিভাবকরা।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ওই বিদ্যালয়ের গেটের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তাঁরা। এতে শিক্ষার্থী, অবিভাবকসহ শতাধিক স্থানীয়রা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কেতকীবাড়ি উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য মৃত একরামুল হক সরকারের ছেলে আনোয়ার হোসেন, অবিভাবক হোসাইনুর রহমান হিরুসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, কেতকীবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে মিজানুরের আপন ভাই নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হককে সিলেকশনে সভাপতি দেখানো হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিজানুর নিজের ইচ্ছে মতো বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও দাবি তাদের।

মানববন্ধনকারীরা অভিযোগ তুলেছেন, ক্ষমতা দেখিয়ে গোপনে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করেছে প্রধান শিক্ষক মিজানুর রহমান। শিক্ষার্থীদের অবিভাবকদের না জানিয়ে মনগড়া কমিটি গঠন করেছে ওই প্রধান শিক্ষক। ওই কমিটিতে নিজের পরিবারের লোকজনকে সদস্য বানিয়েছেন তিনি।

শুধু তা-ই নয়, প্রধান শিক্ষক মিজানুর বিদ্যালয়টির মাটি বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেওয়া অবিভাবকরা। প্রধানমন্ত্রীসহ সরকারি বিভিন্ন দফতরের কাছে দ্রুত এই অবৈধ কমিটি’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তাঁরা।

তবে এ বিষয়ে কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সব অবিভাকদের জানিয়ে বৈধভাবে কমিটি গঠন করা হয়েছে। একটি মহল স্কুলটির মাটি দখল করতে চায় তাঁরাই এগুলো মিথ্যা ও সাজানো গুজব ছড়াচ্ছে বলে দাবি তাঁর।

বার্তাবাজার/এম আই