ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শওকত আলী, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি এ কে এম নজরুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক চন্দ্র সাহা প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন জানান, ‘উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে একটি করে ক্যাম্পেইনের আয়োজন করা হবে। আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উপজেলার ৩৭ হাজার ছাগল-ভেড়াকে এই টিকা প্রদান করা হবে।’

বার্তা বাজার/জে আই