ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৪ শতাধিক গাছের চারা বিতরণ করেছে বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট।

বৃহস্পতিবার দুপুরে জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ ড. শাহাজাহান আলম সাজু।

অনুষ্ঠানে জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এর অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শাহজাহান ভূইয়া, মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাঈফুল ইসলাম বাবুল, যুবলীগ নেতা মুনির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আমান উল্লাহসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. শাহাজাহান আলম সাজু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সুস্থ থাকলে দেশ ভালো থাকবে। তাই আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার জন্য বেশি বেশি দোয়া করি। এবং পরিবেশ রক্ষার গাছের বৃক্ষের গুরুত্ব অপরীসীম। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।
এর আগে সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ ড. শাহাজাহান আলম সাজুর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তাবাজার/এম আই