ফরিদপুরের আলফাডাঙ্গায় আসছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও তার ফুটবল টিম।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশের সঙ্গে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলবে তার একাডেমীর দল। আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন ও আলফাডাঙ্গা ক্লাবের যৌথ আয়োজনে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
আলফাডাঙ্গায় আসার বিষয়টি ইতোমধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ফুটবল একাডেমি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি আলফাডাঙ্গায় আসছেন।
খেলার আয়োজক কমিটির সদস্যরা বলেন, ‘বিশাল এই ফুটবল ম্যাচটি সফল করার লক্ষ্যে ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। মাঠকে বর্ণিল রূপে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি বিশাল মঞ্চও প্রস্তুত। সেই সাথে বিশাল এই ম্যাচকে সুশৃঙ্খল রাখতে আমাদের শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবে।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ‘বেশকিছু শর্তসাপেক্ষে এ প্রীতি ম্যাচের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও খেলাটি সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে আয়োজক কমিটির সাথে একাধিকবার আলোচনা করা হয়েছে। খেলার মাঠও পরিদর্শন করা হয়েছে। আশা রাখি; সকলে মিলে সুন্দর একটি ফুটবল ম্যাচ উপভোগ করবো।’
বার্তাবাজার/এম আই