ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার ঘোষ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
সঞ্জয় কুমার ঘোষ বর্তমান উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক, কাব কার্যক্রম, ডিবেটিং ক্লাব গঠন, পরিবেশ ক্লাব কার্যক্রম, স্পোকেন ইংলিশ ক্লাস, সমাপনী ব্যাচের বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।
এছাড়াও শিক্ষা মেলা, উন্নয়ন মেলা তথাপি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন কর্মসূচিতে এই সহকারি শিক্ষক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি বার্তা বাজার’কে জানান, ‘স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।’
বার্তাবাজার/এম আই