ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মো. মনির নামে (৩২) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির দরুইন গ্রামের মো. বশির মিয়ার ছেলে। সে পেশায় একজন পাওয়ারট্রলি চালক বলে জানা যায়।

মোগরা ইউপি চেয়ারম্যান এম এ মতিন জানায়, দরুইন এলাকায় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধির গেইট বরাবর রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার জন্য মনির ঢাকা-চট্রগ্রাম ডাবল রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানায়, ডাবল রেললাইন দিয়ে একই সময় দুটি ট্রেন দুই দিকে যাচ্ছিল। সে একটি রেললাইন দেখেশুনে পার হলেও অপর রেললাইনে উঠা মাত্র ট্রেনের নিচে কাটা পড়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছেন। তবে কীভাবে কী ঘটেছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/জে আই