ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক জোড়া ডাব ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে “স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাবের জোড়া ২০০ টাকা” শিরোনামে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজপোর্টাল ‘বার্তা বাজার’ এ সংবাদ প্রকাশিত হয়।

পরে সংবাদটি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের নজরে আসে। সংবাদ প্রকাশের কয়েকঘন্টা পর সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ভ্রাম্যমাণ ডাব বাজার মনিটরিং করেন তিনি। এসময় বাড়তি দরে ডাব বিক্রেতাদের সতর্ক করেন ইউএনও রফিকুল হক। সেইসাথে প্রতিটি ডাবের দাম ১০০ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ৬০ টাকা বিক্রি করার নির্দেশ দেন। ইউএনও’র নির্দেশ পেয়ে ডাব বিক্রেতারা প্রতিটি ডাব ৬০ টাকা দরে বিক্রি করা শুরু করেন।

এদিকে বাড়তি দরে ডাব বিক্রেতাদের বিরুদ্ধে ইউএনও পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সুস্থ ও সবল রাখতে ডাবের পানি কার্যকর ভূমিকা রাখছে। এর জন্য সম্প্রতি ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে ডাবের দাম সেঞ্চুরিতে ছুঁয়েছে। ডাবের লাগামহীন দাম বৃদ্ধিতে ইউএনও বাজার মনিটরিং করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বার্তা বাজার’কে জানান, ‘ডাব বাড়তি দরে বিক্রি হচ্ছে বিষয়টি সংবাদ মাধ্যম থেকে জানতে পারি। পরে ডাব বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সেইসাথে প্রতি পিস ডাব ৬০ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পূ্র্বের নিউজ

বার্তা বাজার/জে আই