টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অংশ থেকে চরপাড়া গ্রামের মিজানুরের বাড়ি পর্যন্ত এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ২৪৫ মিটার আরসিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন, মেয়র সালমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল খান, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন হক, সংরক্ষিত নারী (আসন-১’র) কাউন্সিলর আফসানা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপ- সহকারী প্রকৌশলী (সিভিল) বাবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।

‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭ লক্ষ ৭৬ হাজার ১শত টাকা। উদ্বোধন শেষে মোনাজাত করেন, কাউন্সিলর আব্দুল জলিল খান। মেসার্স এফ এফ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবেন।

বার্তাবাজার/এম আই