ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার বাকাইল শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
পরে ঢাক-ঢোল ও ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ সেজে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আলফাডাঙ্গা পৌর এলাকার প্রধান প্রধান মন্দির প্রদক্ষিণ করে শ্রী শ্রী দামোদর আখড়ায় গিয়ে শেষ হয়।
এসময় আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু’র পরিচালনায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহ-সভাপতি ডা. সুমন রায়সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।
এছাড়াও কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের আয়োজনে দুইদিন ব্যাপী ধর্মীয় আলোচনা, পূজা অর্চনা, গীতাপাঠ, লীলামৃত পাঠ ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বার্তাবাজার/এম আই