পটুয়াখালীতে দীর্ঘ ৫ বছর পর জেলা ছাত্রদলের একুশ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে মেহেদী হাসান শামীম চৌধুরীকে আহবায়ক এবং জাকারিয়া আহমেদকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আল-আমিন হাওলাদারকে এবং ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলো, খালিদ ইবনে হাবিব সানি, আমিরুল ইসলাম রয়েল, আহসান উল্লা মিরাজ, বেল্লাল হোসেন, আমিনুল ইসলাম, মিরাজ মিয়া, আবুল বাশার, হারুন অর রশিদ, ইয়ামিন হাওলাদার, আসিফ মাহমুদ অনিক বাবু, জুলহাজ হাওলাদার, আমিনুল হক রুবেল সিকদার, মহিউদ্দিন হাওলাদার, আরিফুর রহমান শামীম, সিহাব উদ্দিন সৌরভ, আবুল কালাম আজাদ, জামাল গাজী, মাহফুজুর রহমান ইসা।

এদিকে দীর্ঘ ৫ বছর পর জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

জেলা ছাত্রদলের আংশিক কমিটির আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী জানান, রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারকে উৎক্ষাত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়া আগামী ১ মাসের মধ্যে আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

বার্তাবাজার/এম আই