মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারভুক্ত বিবাদী নির্বাচনী মনোনয়ন ফরমের হলফনামায় তথ্য গোপন করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রওশন মৃধার মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (১২ মে) পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রওশন মৃধা মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রওশন মৃধা তার হলফনামায় স্পষ্টভাবে তার পূর্বের তথ্য উপস্থাপন করেননি। মনোনয়নপত্রে একটি মামলার তথ্য গোপন করেছেন। রাঙ্গাবালী থানায় ২০১৯ সালের ১৮ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় ৯/২৭ নং অভিযোগে রওশন মৃধা এজাহারভূক্ত ছিলেন। যা তিনি সম্পূর্ণ গোপন করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।

বার্তা বাজার/এইচএসএস