মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি। মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন কংগ্রেস আয়োজিত আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে গোয়ালদহ বাজার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ কংগ্রেস দ্বারিয়াপুর ইউনিয়ন সভাপতি মোঃ ওয়াসিম শেখের সভাপতিত্বে ও শ্রীপুর বাংলাদেশ কংগ্রেস সাংগঠনিক সম্পাদক মোঃ বদিয়ার রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, মাগুরা জেলা সমন্বয়কারী মোঃ সালমান খান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা ছাত্র কংগ্রেস আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, মাগুরা জেলার পৌর আহ্বায়ক তারিকুল ইসলাম, ২ নং আমলসার ইউনিয়ন সভাপতি নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন সমন্বয়কারী পান্নু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেস জনগণের পাশে সুখে ও দুঃখে সবসময় পাশে আছে।
বাংলাদেশ কংগ্রেস ক্ষমতায় আসলে শ্রীপুরসহ মাগুরা জেলার সব খালে পানির ব্যবস্থা করা হবে। তিনি আলোচনার সভায় ৪ টি ওয়ার্ড কমিটি গঠন করে ঘোষণা করেন। দ্বারিয়াপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি ওয়াসিম শেখ, সাধারণ সম্পাদক হোসেন মিরা, ২ নং ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ মজিদ, ৩ নং ওয়ার্ড সভাপতি সবুজ মোল্লা, সাধারণ সম্পাদক রিপন শেখ, ৪ নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব মল্লিক।
বার্তাবাজার/এম আই