তিস্তা নিয়ে সরকার বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে, তাতে অর্থায়নে আগ্রহী ভারত। নিজেদের স্বার্থ অক্ষুণ্ন রেখে তা করবে ঢাকা ,ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ মে) মন্ত্রণালয়ে হাছান মাহমুদ সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের জমি ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ট্যারিফ নির্ধারণ হলেই তা শুরু হবে।ভারতের নির্বাচনের পর দিল্লি সফর করবেন বাংলাদেশের সরকারপ্রধান। চীনের আগেই তার দিল্লি সফরের ইঙ্গিত দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।