পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অভিযান চালিয়ে লাখ টাকা মূল্যের ১৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মহিপুর বন্দরের বিভিন্ন জালের দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসময় দুই ব্যবসায়ীকে অবৈধ এসব জাল বিক্রির দায়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত দুয়ারি জাল আগুন দিয়ে পুরির ধ্বংস করা হয়।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। এসব জাল ব্যবহারের ফলে খাল, বিলের পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে এবং জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম আই