নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এই কর্মশালা হয়।
জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য জারা জাবীন মাহবুব, সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম ফানসুরসহ আরও অনেকে। এতে জেলার ৯০ জন উদ্যোক্তা অংশ নেয় এবং ৩০০ জন মহিলা প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তাকে চেক বিতরণ করা হয়।
বার্তা বাজার/জে আই