সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে জয় (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন।
সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল আহাদ নামে এক পর্যটক জানান, সাদাপাথরে গোসল করতে গিয়ে পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। পরক্ষণেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাকেরা খাতুন লিপি প্রতিবেদককে জানান, পানিতে ডুবে জয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় পর্যটক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাবাজার/এম আই