রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬ হাজার ৯০০ কেজি জেলিপুশকৃত চিড়িং জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তর।

অভিযান চলাকালে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম গামী ৩টি যাত্রীবাহী বাস ও ১টি ট্রাক তল্লাশী করে বিশাক্ত জেলি পুশকৃত এসব চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকের উপস্থিতে জব্দকৃত চিড়িং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা জানান, জেলি যে উদ্দেশ্যেই ব্যবহার হোক না কেনো এটা একটি রাসায়নিক পদার্থ যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাই মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মৎস্য বা মৎস্যজাত পণ্যে রাসায়নিক বা ক্ষতিকর কোনো পদার্থের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। খাদ্য হিসেবে নিরাপদ মাছ প্লেটে রাখতে মৎস্য দপ্তর কেরানীগঞ্জ বদ্ধপরিকর।

বার্তাবাজার/এম আই