পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ড্রেজার ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১১ আগস্ট ) বিকেল পাঁচটায় কুয়াকাটা সমূদ্র সৈকতের জেরো পয়েন্ট এলাকায় ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী নূর মোহাম্মদ কে এ জরিমানা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)কৌশিক আহম্মেদ।বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এ জরিমানা করা হয়।

এসময় কলাপাড়ার সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বলেন,যারা অবৈধভাবে কুয়াকাটা সমূদ্র সৈকত থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।এসময় তিনি আরো বলেন কুয়াকাটা সমূদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বার্তা বাজার/জে আই