মাদারীপুরের রাজৈরে ২২ পিচ ইয়াবাসহ সোহেল মাতুব্বর (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল একই গ্রামের শামসুল হক মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে সোহেল। এ বিষয় তথ্য সংগ্রহ করে তাকে গ্রেপ্তারের জন্য ফাদ পাতে রাজৈর থানার পুলিশ। পরে পুলিশ মাদক সেবক পরিচয় দিয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে সোহেলের কাছ থেকে ইয়াবা কিনতে যায়। এসময় সোহেল তার নিজ বাড়ির সামনে ইয়াবা দিতে আসলে এসআই অখিল চন্দ্র রায় তাকে গ্রেপ্তার করে।
রাজৈর থানার এসআই অখিল চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বার্তা বাজার/জে আই