মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ ।

আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার কোহিনুর জাহান, খাদ্য অফিসার ইসরাত জাহানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা শেষে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগতদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।

বার্তাবাজার/রাহা