জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) উপজেলার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সম্পা রহমান ও মোঃ সেলিম রেজাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এম আই