চট্টগ্রামে ১৩ বছরের কিশোরী ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০২ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা উক্ত আদেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুড়া এলাকার সুনাম উদ্দিনেরর ছেলে মোঃ মিশু (২৩) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিমনগর থানার কুনদা বড়বাড়ীর মোঃ আলীর ছেলে মোঃ হৃদয় (২৫)।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৭ অক্টোবর জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে মুরগি ধরার কথা বলে প্রতিবেশী মিশুর ঘরে ডেকে নিয়ে যায়।
এ সময় হৃদয় নামে এক যুবকও মিশুর ঘরে ছিলো। মোবাইলে গান শোনানোর কথা বলে পাশের কক্ষে ওই কিশোরীকে নিয়ে গিয়ে দুই জন মিলে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকার শুনে ফুফু এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তৎকালীন থানার পরির্দশক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী দু’জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
পরবর্তীতে এগারো জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এম আই