কিশোরগঞ্জের ভৈরবে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (৩১ জুলাই) বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার সিপিসি-২, ভৈরব ক্যাম্পের মোহাম্মদ আক্কাছ আলী।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার থানার ইউসুফ আলী ছেলে মোঃ আশিকুল ইসলাম (২৮), ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোঃ ফিরোজ হাওলাদার (৩১)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, (৩০ জুলাই) রাত অনুমান ১১টায় পৌর শহর নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।এসময় একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১০৩ কেজি গাঁজা এবং নগদ ৫৯০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এম আই