চট্টগ্রামে শোহাদায়ে কারবালায় শহীদদের স্মরণে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়।

শনিবার (২৯ জুলাই) বিকালে নগরীর ঝাউতলা ওয়ারলেস কলোনি থেকে উক্ত তাজিয়া মিছিল বের করা হয়।

উল্লেখ্য, শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর কারবালার প্রান্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপনে নানান আয়োজন করে থাকেন। মহররম মাসের শুরু থেকেই থাকে তাঁদের নানান আয়োজন। যার মধ্যে মহররমের ১০ তারিখ কারবালার হৃদয়বিদারক ঘটনাবলির অনুকরণে সুসজ্জিত ঘোড়া, তাজিয়া, তলোয়ার নিয়ে বিশাল একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ হোসেন। তাঁর নেতৃত্বে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে হাজার হাজার ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ শিশু কিশোর। কালো পোশাকে পালিত শোক মিছিলে মুর্হু মুর্হু ইয়া হোসাইন ইয়া হোসাইন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়ে পুনরায় ওয়ারলেস এলাকায় ফিরে যায়।

বার্তাবাজার/রাহা