নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টায় শহরের গোলাহাট রেলওয়ে কলোনী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সায়রুন (৪০)। তিনি একই এলাকার কবরস্থান রোডের মৃত. সফি সাহেবের মেয়ে।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী ওই নারী গরু এবং ছাগল পালন করেন। সেই গরু ছাগল নিয়ে তিনি দিনে রাতে প্রায়শই বাড়ির পাশের রেললাইনের ধারে থাকতেন। এমনকি রেল লাইনে গিয়ে শুয়েও থাকতো। ঘটনার সময়েও রেললাইনে শুয়ে ছিলেন।

এসময় নীলফামারী থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন আসলে সে শব্দ শুনে উঠলেও দাঁড়িয়ে সরে যাওয়ার আগেই ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। স্লিপারের উপর পরে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানাধীন গোলাহাট এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাইরুনের মৃত্যু হয়। মরদেহ সুরতহাল তৈরি করে এলাকাবাসীর অনুরোধে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/রাহা