ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুজন শেখ (৩২) নামে এক যুবকের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের চাচাতো ভাই মো. মাহবুব শেখ বাদী হয়ে সাতজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকায় গ্রাম্য বিরোধের জের ধরে সুজন শেখের সাথে একই এলাকার মো. নজিম শেখ পক্ষীয় লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত মঙ্গলবার বিকালে ওই এলাকার বাবু শেখের দোকানের সামনে থেকে নজিম শেখের নেতৃত্বে আরও ৬-৭ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সুজন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সুজন শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে সুজন শেখের ডান পায়ের মূল হাড় ভেঙে দ্বিখণ্ডিত করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তাই তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, ‘মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান চলছে।’

বার্তাবাজার/এম আই