আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে প্রশাসনে পদোন্নতি দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় পুলিশের সাব-ইন্সপেক্টর থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২০ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির তথ্য পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) ৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) ৮ ও পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে তিনজনসহ মোট ২০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৫ জুলাই) পদোন্নতিতে শূন্য পদ না থাকলেও ‘সুপার নিউমারারি’ পদ তৈরি করে ৫২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়। বাহিনীর সদর দপ্তরের প্রস্তাবের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বার্তাবাজার/এম আই