নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এমনেই স্লোগানে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্যর্যালি,আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ ঘটিকায় শহরের কালেক্টরেট কলেজিয়েট স্কুল এর হলরুমে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত হয়।জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাংসদ অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন প্রমুখ । এ সময় লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় হতে কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে আসেন অতিথি সহ অংশগ্রহণকারীগণ। এরপর হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কালেক্টরেট কলেজিয়েট স্কুল এর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
বার্তা বাজার/জে আই