নাটোরের লালপুরে নতুন জাতের গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকরণ ও সম্প্রসারণে কৃষক-কৃষাণী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকেলে রাজশাহী অঞ্চলে আধুনিক উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিকরন ও সম্প্রসারন কর্মসূচির আওতায় লালপুর উপজেলার সাঁইপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিটিউট রাজশাহীর বাস্তবায়নে মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিডাবিøউএমআরআই আঞ্চলিক কেন্দ্র রাজশাহীর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইলিয়াছ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামছুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। এসময় ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণকরেন।
বার্তাবাজার/এম আই