টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেউলাবাড়ি ইউনিয়নে ইউপি সদস্য সহ দুই জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার( ২৩জুলাই)তাদের কে গ্রেপ্তার করা।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাকুটিয়া গ্রামের মতিউর রহমান মোগলের ছেলেদেউলাবাড়ি ইউপি সদস্য রেজাউল (৩৫) পুর্ব পাকুটিয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আবুল কাশেম ওরফে লাবু কাশেম(৩৮)। সোমবার সকালে তাদের কে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়।

পুলিশ জানায় ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামের ইউপি সদস্য রেজাউল (৩৫) আঃ রাজ্জাকের
ছেলের আবুল কাশেম ওরফে লাবু কাশেম ২০২২ সালে তাদের বিরুদ্ধে পাহাড়ি লাল মাটি কেটে পরিবেশ হুমকির মুখে ফেলে
দেওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয় যার নম্বর ৫।

এসময় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়না জারী হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান গ্রেপ্তারকৃত দের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।

বার্তাবাজার/রাহা