নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদশ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার জয়পুরহাটে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কনফারেন্স রুমে জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক দিপক কুমার হালদার, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক মাশরেকুল আলম, শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।

জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন জয়পুরহাট জেলার মৎস্য সেক্টরের ১৫ বছরের অর্জন সমূহ এবং মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচী নিয়ে সভায় অবহিত করেন।

বার্তাবাজার/রাহা