কুমিল্লায় পঞ্চাশোর্ধ বয়সী এক বাকপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। নিহতের নাম নাসিমা বেগম তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের আচমত আলী আজগরের স্ত্রী।
সোমবার (২৪জুলাই) সকালে তার ঘরের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী আলী আজগর বলেন, রাতে একসঙ্গে ঘুমিয়ে ছিলাম, কখন সে বিছানা ছেড়ে বাইরে গেছে টের পাইনি।
নিহতের ছেলে হাসান মিয়া জানান, ভোর আনুমানিক সোয়া পাঁচটায় আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাথরুমের পাশে পড়ে রয়েছেন। পরে আমি চিৎকার করলে বাবাসহ প্রতিবেশীরা ছুটে এসে মাকে নিয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গেলে চিকিৎসক জানান মা আর বেঁচে নেই। পরে মাকে বাড়িতে নিয়ে এলে খবর তিতাস থানা পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, বাকপ্রতিবন্ধী নাসিমা আক্তারের লাশ তার নিজ বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এখনই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
বার্তাবাজার/রাহা