মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশাইছাপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।
সোমবার দুপুরের দিকে কুশাইছাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমোদ আলীর বাড়ি পরিদর্শন শেষে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। কাজী জালাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেছি। ব্যক্তিগত ভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের সরকারি সহযোগিতা করার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, গতকাল রবিবার কুশাইছাপুর গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আমোদ আলীর একটি টিনের ঘর, টেলিভিশন, চেয়ার টেবিল,বস্ত্র পুড়ে যায়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বার্তাবাজার/এম আই