বিএনপির তারুণ্যের সমাবেশ যোগ দিতে এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মী ও সমর্থকরা। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বক্তব্য রাখবেন। এছাড়া দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন আয়োজক তিন অঙ্গসংগঠনের নেতারা।
এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বেকার যুবক, নিহত ও গুম হওয়া পরিবারের সদস্যরাও সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিএনপি নেতারা বলছেন, দেশের তরুণদের তাদের ভোটাধিকারের ব্যাপারে সচেতন করে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করতেই এ সমাবেশ।
গত জুনে চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করতে শুরু করে বিএনপি। এরপর পর্যায়ক্রমে বরিশাল, বগুড়া, সিলেট ও সবশেষ গত ১৭ জুলাই খুলনায় পালিত হয়েছে এ কর্মসূচি।
বার্তা বাজার/জে আই