গাছ লাগান, তাপ কমান, নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা।

বুধবার সকালে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলদ, বনজ ও ভেষজ চারা গাছ রোপন করা হয়। বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী।

এসময় আরো উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম, সহকারী শিক্ষক আবদুল মান্নান, সেলিনা আক্তার, সাবিত্রী সাহা, আবদুল খালেক, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব এনামুল হক, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বার্তাবাজার/রাহা