দেশব্যাপী পদযাত্রার নামে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) স্বতঃস্ফূর্তভাবে উপজেলার কোটবাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোট বাজার স্টেশন চত্ত্বরে সমাবেশ অনুষ্টিত হয়।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

প্রধান অথিতির বক্তব্যে বদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র ও চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি পশ্চিমাদের হাত ধরে দেশ বিক্রির চুক্তিতে বাংলাদেশকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। আন্দোলনের নামে উখিয়া-টেকনাফে কোন সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করলে কাউকে রেহাই দেয়া হবে না। আগামী নির্বাচনে উখিয়া-টেকনাফের জনগণ ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেবে।

সভাপতির বক্তব্যে, জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি’র পদযাত্রা নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করছে তা প্রতিহত করতে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহবান জানান।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, এমএ মনজুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী (ভূট্রো), সাধারণ সম্পাদক শুক্কুর মেম্বার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল, সাধারণ সম্পাদক সাহজান সাজু। আরো বক্তব্যে রাখেন উপজেলা ছাত্র লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারেক হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম প্রমূখ।

বার্তাবাজার/এম আই