গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী ৪ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ূন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও দলটির বড়চওনা ইউনিয়ন কমিটির সদস্য আবদুল গফুর সরকার হিরু।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/১ বিধি মোতাবেক দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য ওই ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।

বার্তাবাজার/রাহা