কুষ্টিয়ার কুমারখালীতে নছিমনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিনগর মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিন মিয়া (৪৫)। তিনি চুয়াডাঙ্গার জেলার দর্শনা থানার শামসুল আলমের ছেলে। অপরজন একরামুল ইসলাম। তিনি একই থানার সালাম খাজলির ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীরা রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী নছিমন ওই মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বার্তা বাজার/জে আই