মাদারীপুরের রাজৈরে ‘জেলা প্রশাসক পদের জন্মদিন’ উপলক্ষে ছাতা ও পানির বোতল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষের মাঝে এগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহাসিনুজ্জান উপস্থিত ছিলেন।

ইতিহাসের বরাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, ২৫২ বছর আগে ১৭৭২ সালের ১৪ই মে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে আধুনিক প্রশাসনের একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলা বিহার ও উড়িষ্যার কিছু অংশ নিয়ে সমন্বিতা ব্রিটিশ জেলা ব্যবস্থার সূচনা করেন তিনি। ১৭৭২ সালের ২৮ এপ্রিল দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিন পর ১৪ এপ্রিল ১৪ টি জেলা সৃষ্টি করেন তৎকালীন ওই গভর্নর। এসময় ১৪ জন ইউরোপীয়কে কালেক্টর পদে নিয়োগ দেন তিনি। নানা পরীক্ষা নিরীক্ষা এবং সংস্কার করার পর কালেক্টর পদটি ‘জেলা প্রশাসক’ অভিধায় অভিষিক্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের নামে কালেক্টরেট শব্দটি কালেক্টর পদের স্মৃতি, ঐতিহ্য ও অস্তিত্ব বহন করে চলেছে। ১৪ই মে জেলা প্রশাসক তথা কালেক্টর পদের জন্মদিন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক পদের জন্মদিন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আমগ্রাম, ভেন্নাবাড়ী, নয়ানগর, শানের পাড়, থানার মোড়, ইশিবপুর, টেকেরহাট সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও পানির বোতল বিতরণ করা হয়।


বার্তা বাজার/এইচএসএস