বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামপুলিশের অংশগ্রহণে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এবং ইএসডিও’র নবাবগঞ্জ উপজেলার উপজেলা সমন্বয়কারী মামুন মাসুদ করিম। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রামপুলিশ এ ওরিয়েন্টেশনে অংশ নেন।
অনুষ্ঠানে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপজেলা সমন্বয়কারী আবদুল হাদী গ্রাম আদালত ও গ্রাম সালিসির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, গ্রাম আদালত গঠন, সাক্ষীকে সমন দেওয়া, গ্রাম আদালতের অধিবেশন, প্রাক-বিচার ও সিদ্ধান্ত চুড়ান্ত হওয়া, আপীল, মিথ্যা মামলা দায়েরে জরিমানা, গ্রাম আদালত অবমাননার জরিমানা, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া ও গ্রাম আদালত পরিচালনায় গ্রামপুলিশের ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, গ্রামপুলিশকে তাদের নিজ নিজ এলাকায় গ্রাম আদালত সক্রিয়করণ এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।
বার্তা বাজার/এইচএসএস